★ এই অংশে আমরা বিগত চাকরির পরীক্ষার প্রশ্নের ইংরেজি অংশের সমাধান করব/ দিব।( Job solution online)
নোটিশ: পর্যায়ক্রমে সকল বিষয় যুক্ত করা হব।
চাকরির পরীক্ষার জন্য যা যা পড়বেন।
1) Articles.
2) preposition.
4) Infinitive.
5) Gerund.
6) participle.
7) parts of speech.
9) same word deferent parts of speech.
10) Voice change.
11) Transitive verb.
👉 Parts of speech অংশ
1. I had a talk with him. Here "talk" is a---?( ডাকঃ পোস্টমাস্টার-২০১৬)
Ans: Noun( না বুজলে Adjective, Noun নির্ণয় অংশ দেখুন)
👉 Voice change অংশ:
1. Change the voice : please keept quiet. ( ডাক- পোস্টমাস্টার - ২০১৬)
Ans: You are requested to keep quiet. ( না বুঝলে blog এর Voice অংশ দেখুন, ওখানে বিস্তারিত লেখা আছে)
👉 preposition অংশ:
1. May birthday is.-------- february.
Ans: in
2. He is capable ---doing it.
Ans: of
3. Nazrul is ----- Byron of bangladesh.
Ans: The
4.He is good ------ mathematice.
Ans: at
5. They sky is --- us.
Ans: above
6. What is the time ----- your watch?
Ans: by
👉 Conditional অংশ
👉Right form of verb অংশ
👉Subjec verb and agreement অংশ
👉Singular and plural অংশ
1. Which of the following words is not plural? (ডাক - ২০১৬)
৪৩তম বিসিএস প্রিলির ইংরেজি প্রশ্নের সমাধান ব্যাখ্যাসহ:
সেট - নীলকন্ঠ
166. Who is not an Irish writer?
a) Oscar Wilde b) James Joyce
c) Jonathan Swift d) D.W. Lawrence
Ans:d
ব্যাখ্যা: D.W. Lawrence হচ্ছেন British/English writer and poet। তার পুরো নাম David Herbert Lawrence।
তার উল্লেখযোগ্য কাজ (notable works)
novels গুলো Sons and Lovers, Lady Chatterley's Lover, The Rainbow, Women in Love ইত্যাদি।
167. 'A [herd] of cattle is passing'.
The underlined word [herd] is an/a
a) adverb b) adjective
c) collective noun d) abstract noun
Ans:c
ব্যাখ্যা: herd (পাল, যূথ) শব্দটি একসাথে থাকে ও খায় এমন প্রাণীর সমষ্টিবাচক নির্দেশ করে তা collective noun হয়। যেমন : A herd of cows/cattle/deer/elephants
Cattle (গবাদিপশু) হচ্ছে plural noun কিন্তু cattle এর পূর্বে সরাসরি plural number বসে না, বরং plural numeral + head (s বাদে) of ব্যবহার করতে হয়।
ভুল : He had ten cattle or ten heads of cattle
ঠিক : He had ten head of cattle ( = ten cows).
ten heads of cattle = গবাদিপশুর ১০ টি মাথা।
ten head of cattle = ১০টি গবাদিপশু।
Cattle সাধারণত collective noun (plural) হলেও
common noun হিসেবে হতে পারে।
Cattle are grazing. (Cattle is collective noun)
A herd of cattle is grazing. (cattle is common noun)
= A herd of cows is grazing.
এখানে herd হচ্ছে collective noun আর cattle হচ্ছে common noun
168. What is the antonym for the word 'deformation'?
a) distortion (বিকৃতি)
b) contortion (বিকৃতি)
c) wholeness (অখণ্ডতা, সমগ্রতা, পূর্ণতা)
d) disfigurement (বিকৃতিকরণ)
Ans:c
ব্যখ্যা: deformation অর্থ বিকৃতকরণ যার বিপরীত শব্দ হলো wholeness (পূর্ণতা, অখণ্ডতা)।
169. Words inscribed on a tomb is an...
a) epitome b) epithet
c) episode d) epitaph
Ans:d
উত্তর: সমাধির/কবর স্তম্ভের উপর লিখা/বাণী হচ্ছে epitaph
170. The phrase 'dog days' means -
a) hot weather (গরম আবহাওয়া)
b) cold shower (শীতল/ঠাণ্ডা বর্ষণ/বৃষ্টি/ঝরণা)
c) rain-soaked streets (বৃষ্টি ভেজা রাস্তা)
d) ice storm (তুষার ঝড়)
Ans:a
ব্যাখ্যা: Dog days = the hottest day of the summer/year। সুতরাং dog days এর অর্থ প্রকাশ পায় hot weather দ্বারা।
171. Which gender is the word 'orphan'?
a) neuter b) feminine
c) common d) masculine
Ans:c
ব্যখ্যা: যে noun পুংবাচক এবং স্ত্রীবাচক উভয়কে বোঝায় তাকে common/dual/neutral gender বলে।
orphan (এতিম) শব্দটি দ্বারা male এবং female উভয়কেই বোঝায় তাই orphan হচ্ছে common gender।
172. What is the noun form of the word 'laugh'?
a) laughing b) laughable
c) laughter d) laughingly
Ans:c
Laugh এর noun form হচ্ছে laughter (হাস্য, সশব্দ হাসি)। উল্লেখ্য, laugh নিজেও noun হতে পারে।
laughter এর countable noun form হচ্ছে laugh
She gave a loud/nervous laugh.
173. Identify the word which is spelt incorrectly?
a) fluctuation (হ্রাসবৃদ্ধি, উঠানামা)
b) remission (হ্রাস)
c) ocassion
d) decision
Ans:c
শুদ্ধ বানান হলো occasion
174. Change the voice: 'Nobody trusts a traitor.'
a) A traitor is trusted.
b) A traitor should not be trusted.
c) Everybody hates a traitor.
d) A traitor is not trusted by anybody.
Ans:d
175. Who wrote the play ' The Way of the World'?
a) William Shakespeare
b) William Congreve
c) Ben Jonson
c) Oscar Wilde
Ans:b
ব্যখ্যা: Restoration period এর playwright (নাট্যকার) ও কবি William Congreve এর লিখা একটা comedy হচ্ছে The Way of the World
176. "Better to reign in Hell, than serve in Heav'n." - Who wrote this?
a) Geoffrey Chaucer
b) Christopher Marlowe
c) John Milton
d) P. B Shelley
Ans:c
ব্যখ্যা: John Milton তাঁর Paradise Lost গ্রন্থে উক্তিটি ব্যবহার করেছিলেন।
177. Who is not the Modern poet?
a) W.B Yeats = William Butler Yeats
b) W.H Auden = Wystan Hugh Auden
c) John Keats
d) T.S Eliot = Thomas Sterns Eliot
Ans:c
John Keats হচ্ছেন Romantic Age এর কবি।
উল্লেখ্য, W H Auden হচ্ছেন American poet
178. Who is the author of the novel " The God of Small Things"?
a) Thomas Hardy
b) Jhumpa Lahiri
c) R.K. Narayan
d) Arundhati Roy
Ans:d
The God of Small Things উপন্যাসটির লেখক Arundhati Roy ভারতীয় লেখিকা এবং The God of Small Things উপন্যাসটি জন্য তিনি ১৯৯৭ সালে বুকার পুরস্কার লাভ করেন।
179. 'Moby Disk', a novel, was written by......
a) Herman Melville
b) Nathaniel Hawthorne
c) Mark Twain
d) William Faulkner
Ans:a
ব্যখ্যা: Whale কে নিয়ে লেখা Moby Disk উপন্যাসটি লেখেন Herman Melville । তিনি আমেরিকান।
180."If winter comes, can spring be far behind?" - Who wrote this?
a) William Blake
b) S.T Coleridge
c) Lord Byron
d) P. B Shelley
Ans: d
ব্যাখ্যা: ইংরেজি সাহিত্যের Romantic Age এর কবি P B Shelley তাঁর বিখ্যাত কবিতা 'Ode to the West Wind' তে উক্ত লাইনটি ব্যবহার করেছেন।
181. O Henry was from -
a) Canada
b) America
c) England
d) Ireland
Ans:b
Short story এর জন্য বিখ্যাত আমেরিকান লেখক O Henry এর প্রকৃত নাম William Sidney Porter
182. Where is the setting of the play 'Hamlet'?
a) England
b) Italy
c) France
d) Denmark
উত্তর: d) Denmark
William Shakespeare এর Hamlet নাটকটির setting (ঘটনাস্থল) হচ্ছে ডেনর্মাক।
183. What is the adjective form of the word 'people'?
a) populous
b) popular
c) popularity
d) popularize
Ans:a
Noun ---------------- ------------------ adjective
people (জনগণ)/population populous (জনবহুল)
popularity (জনপ্রিয়তা) --------- popular (জনপ্রিয়)
জানা দরকার।
প্রশ্নে দুটো (populous, popular) দেয়া ঠিক হয়নি।
প্রশ্নকর্তা প্রশ্নটির উত্তর নিয়েছেন populous তাই populous উত্তর দিবেন।
P K De Sarkar এর বইয়ে people এর adjective হিসেবে populous এবং popular দুটোই দেয়া আছে।
P C Das এর বইয়ে people এর adjective হিসেবে popular দেয়া আছে। কিন্তু এর আগে পিএসসি’র বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নে people এর adjective হিসেবে populous উল্লেখ করা ছিল।
The adjective of the word 'people' is-
অথবা, People শব্দটির adjective হচ্ছে-
[সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী ২০১৬, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অডিটর-২০১৯]
A. popularity B. population
C. popularize D. populous
Ans:D
184." He contemplated marrying his cousin.' Here 'marrying 'is an/a-
a) present participle
b) gerund
c) verb
d) infinitive
Ans:b
marrying বাক্যে contemplate (মনস্থ করা, চিন্তা করা) এর object হিসেবে বসেছে তাই gerund হবে।
185. 'No Second Troy' is a-
a) short story
b) novel
c) poem
d) drama
Ans:c
No Second Troy হচ্ছে Irish কবি W B Yeats এর একটি কবিতা।
186. The word 'to genuflect' means-
a) to be genuine
b) to reflect
c) to bend the knee
d) to be flexible
Ans:c
To genuflect =to bend the knee = হাঁটু গাড়া, নতজানু হওয়া (সম্মান প্রদশর্নের উদ্দেশ্যে) ।
187. Fill in the blank:
'She went to New Market ................. '
a) on foot
b) on feet
c) by foot
d) by walking
Ans:a
go/came (somewhere) on foot = পায়ে হেঁটে যাওয়া/আসা।
188. What kind of play is 'Julius Caesar'?
a) romantic
b) anti-romantic
c) comedy
d) historical
Ans:d
Julius Caesar হচ্ছে William Shakespeare এর একটি historical play and tragedy ।
189. Fill in the gap:
Birds fly ........... in the sky.
a) random
b) at large
c) at a stitch
d) are long
Ans:b
at large = ১. freely = স্বাধীনভাবে, মুক্তভাবে ।
বাক্যটির বাংলা : পাখিরা আকাশে স্বাধীনভাবে/মুক্তভাবে উড়ে বেড়ায়।
at large = ২. in general = সাধারণত।
He is at large popular with his readers.
190. Who is the author of 'Jane Eyre'?
a) Charlotte Brontë (শার্লোট ব্রনটেই)
b) Emily Brontë (এমিলি ব্রনটেই)
c) Jane Austen (জেইন অস্টিন)
d) Mary Shelley
Ans:A
Jane Eyre উপন্যাসটি Charlotte Brontë এর। তিনি Bronte sisters এর মধ্যে সবচেয়ে বড় (the eldest), অর্থাৎ Emily Brontë এবং Anne Brontë এর বড় বোন।
191. Which of the following novels is not written by an English writer?
a) A Passage of India
b) Sons and Lovers
c) One hundred Years of Solitude
d) Pride and Prejudice
Ans:c
One hundred Years of Solitude উপন্যাসটি লেখা হয়েছে কলম্বিয়ান লেখক Gabriel García Márquez এর লেখা।
A Passage to India by E M Forster
Sons and Lovers by D H Lawrence
Pride and Prejudice by Jane Austen
192. A speech full of too many words is -
a) a big speech
b) maiden speech (অভিষেক ভাষণ/বক্তৃতা)
c) a verbose speech (শব্দবহুল/বাগবহুল বক্তৃতা)
d) an unimportant speech
Ans:c
অত্যন্ত বেশি শব্দপূর্ণ বক্তৃতাকে বলা হয় a verbose speech।
193. Who is the poet of the poem ' Ozymandias'?
a) P. B. Shelley
b) William Wordsworth
c) S.T Coleridge
d) John
Ans:a.
194. The most famous romantic poet of English literature is..
a) John Dryden
b) Alexander Pope
c) William Wordsworth
d) T.S Eliot
Ans:c
William Wordsworth হচ্ছেন Romantic Age এর সবচেয়ে বিখ্যাত কবি। তিনি প্রকৃতির কবি (poet of nature) নামে খ্যাত।
চারটি অপশনের মধ্যে William Wordsworth ই কেবল Romantic age এর কবি।
195. Identify the correct synonym of the word 'magnanimous'
a) unkind
b) generous
c) revengeful
d) friendly
Ans:b
Magnanimous/generous = উদার।
196. Choose the right form of verb:
It is high time we (act) on the matter.
a) are acting
b) acted
c) have acted
d) could act
Ans:b
It is time/It is (about/high) time + sub+ past form
197............was both a poet and a painter.
a) John Keats
b) Spenser
c) William Blake
d) John Donne
Ans:c
William Blake ছিলেন একাধারে poet এবং painter
198. Identify the correct sentence :
a) The girl burst out tears.
b) The girl burst into tears.
c) The girl burst with tears.
d) The girl bursted out tears.
Ans:B
Burst into tears অর্থ কান্নায় ভেঙ্গে পড়া।
Burst out + verb+ing (crying) একই অর্থ দেয়।
The girl burst out crying/weeping.
199. The phrase 'sine die' means
a) half-heartedly
b) doubtfully
c) fixed
d) uncertain
Ans:d
ব্যখ্যা: Sine die (adverb) = for an uncertain period, for a period of no fixed time = অনির্দিষ্ট কালের জন্য।
The matter has been adjourned sine die.
200. Do you have any money ......... you?
(তোমার কাছে কোনো টাকা আছে কি?)
Fill in the gap with the appropriate preposition:
a) to b) over c) in d) on
Ans:d
ব্যাখ্যা: কারো কাছে কিছু থাকা অর্থে have something on somebody ব্যবহৃত হয়। তাই উত্তর on হবে।
ON নাকি WITH
কাছে থাকা বা সাথে বহন করা, মালিকানায় থাকা বুঝালে on এবং with দুটোই হয়। তবে on এর ব্যবহার বহুল প্রচলিত।
Have you got any money on you? (OALD/MED)
(তোমার সাথে/কাছে কি কোনো টাকা আছে?)
I don't have that much money on me. (OALD)
(আমার কাছে/সাথে অত বেশি টাকা নেই)
I don't have much money with me. (OALD)
(আমার কাছে বেশি টাকা নেই।)
I have no money with me/on me.
[A Practical English Grammar -Thomson & Martinet]
(আমার সাথে/কাছে কোনো টাকা নেই)
I never carry much money on me. (OALD)
(আমি কখনো সাথে বেশি টাকা বহন করি না/রাখি না)
I never carry much cash with me.
(আমার কখনো বেশি নগদ টাকা সাথে নিই না/বহন করি না)
How much money have you got on you?
(তোমার কাছে কত টাকা আছে?)
I didn't have any money on me. (LDCE)
( = I was not carrying any money)
I haven't got my driving licence on me. (CALD)
I don't have any cash on me, so could I pay with/by cheque?
Ans- News ( blog এ singular plural অংশ দেখুন)