★ যে শব্দ Noun বা pronoun এর পূর্বে বসে তাকে preposition বলে। preposition মানেই পূর্বে অবস্থান।
Note : preposition সব সময় Noun/ pronoun এর পূর্বে বসে।
Abdul Malek
preposition ( প্রেপজিশন)
➡️ At এবং in এর ব্যবহার -
1. ছোট স্থানের পূর্বে at বসে। যেমন : at home, at school, at the bus stop.
2. বড় স্তানের পূর্বে in বসে। যেমন- in Dhaka, in New York.
2. নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে at বসে। যেমন- You can meet me 7 O'clock.
4.অনির্দিষ্ট ব্যাপক সময়ের পূর্বে in বসে।যেমন- Rini can meet me in the morning.
Note: মাস ও সালের নামের পূর্বে in বসে। যেমন in 1971.
যেমন- 1. my birthday is in jun.
2. My birthday is in august.
3. My birthday is in a friday this year.
4. My birthday is in the fourth of December.( কমন প্রশ্ন, পরীক্ষায় বেশি আসে)
★ আমরা যা ভুল করি : এক দিন, তারিখ এর পূর্বে on বসে। যেমন- we use on Monday, on the day, On friday morning/ afternoon, on 26 th march.
➡️ by এর ব্যবহার :
1. ব্যক্তির বা বস্তুর পাশে/কাছে / নিকটে বুঝাতে by বসে। যেমন - He sat by me.( সে আমার পাশে বসলো) ৷ Our house is by the river.
2. অনুসারে বুঝাতে by বসে। ঘড়ি অনুসারে বা ঘড়িতে বোঝাতে by watch বসে। যেমন - What is the time by Your watch?
3. যোগাযোগ মাধ্যম বুঝাতে, telephone, phone, fax, Mobile, Email, letter, post এর পূর্বে by বসে।
Note: Article না থাকলে by হবে। আর Article থাকলে Over হবে। যেমন- We take order /do business by phone. ( Over the phone)
4. যাতায়াত এর মাধ্যম বুঝাতে বা গমনার্থে by বসে। we can go there by land ( স্থল পথে)
Note : Determiner থাকলে On হবে। যেমন- On the bus.
#ব্যতিক্রম : in the car / taxi [ on foot, on horseback ( ঘোড়ায় চড়ে) ]।
যেমন- 1.we come on foot.
2. Soldiers on foot patrol.
3. I have been on my feet.
4. He works on his feet all day. ( উদাহরণ গুলো পরীক্ষার জন্য বেশ কমন)
➡️ Over এর ব্যবহার :
1. স্পর্শ না করে উপরে গতিশীলতা বুঝাতে Over বসে।যেমন - The fan is moving over his head.
2. যোগাযোগের মাধ্যম বুঝাতে over বসে।
Ema Requested Ali Over the phone.
3. আড়াআড়িভাবে বুঝাতে over বসে।
যেমন: A bridge Over the river.
4. উপর দিয়ে অতিক্রম করা বুঝাতে Over বসে।
যেমন - The plane flew over Dhaka.
➡️ on এর ব্যবহার : ( On ভেড়া মার্কা যেখানে সেখানে ভাগ বসায়, তাই চিন্তা করে ছাড়তে হবে)
1.স্পর্শ অবস্থায় উপরে বুঝাতে on বসে যেমন Put the book on the table.
2.নির্দিষ্ট দিন বা বারের নামের পূর্বে on বসে। যেমন-I went to meet him on last monday.
3.নির্দিষ্ট তারিখের পূর্বে On বসে।যেমন- I wad bron on 2 March in 1994.
4. সদস্য বুঝাতে On বসে। যেমন-There is no women on the committee.
5. মাধ্যম বা যন্র অর্থে On বসে।যেমন- On TV
6. ভ্রমন কোনো উপায় বুঝাতে On বসে।যেমন- We come on foot.( ইদানিং পরীক্ষায় বেশি আসতেছে এটা)
➡️ Between এবং Among এর ব্যবহার-
1. সাধারণত দুই ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে between বসে। যেমন : He divied money between two childern ( 21th B
2. দুই এর অদধিক বুঝালে Among বসে। যেমন - He was happy to be among friends.
➡️ For এর ব্যবহার-
1. কারো হয়ে/জন্য/ পক্ষে/ বিনিময়ে / পরিবর্তে / বিবেচনায়/ তুলনায়, উপলক্ষে / টাকা ভাংতি বুঝাতে for বসে। যেমন- It's a book for child. He sent me a cheque for TK 5000. Give me change for 500 Tk.
preposition: এই অংশ টুকু পারতেই হবে
👉 কে, রে, প্রতি, দিকে = to
1. we are going to town.
2. Send the message to Rini.
👉 দ্বারা, দিয়ে কর্তৃক= by/ with
👉জন্যf= for
👉 হতে /থেকে/ চেয়েf= from / than
👉র, এর= of
👉এ, য়, তে= in / at
➡️ For এবং Since এর ব্যবহার( 36,28,26 BCS প্রশ্ন এসেছে)
★ period of Time = For
★ point of Time = Since
★ Exercise
1) I have been living in Dhaka ____2000
Ans: Since
2) Malek has been reading in this school _____ four Years.
Ans: for
3. I have been waiting _____ half past three.
Ans: Since
4. We haven't seen him_______ almost a Year.
Ans: For
➡️ একি শব্দ কিন্তু ভিন্ন preposition:
★Want in - কোনো কিছুর মধ্যে ঘাটতি থাকা
★ Want of - কোনো কিছুর ঘাটতি থাকা
★ Taste of - স্বাদ
★ Taste for - ( রুচি, পছন্দ)
★Give in - মেনে নেওয়া।
★ Give up - ত্যাগ করা।
★ Smile at- হাসা
★ Smile on - অনুগ্রহ করা।
★ Smile upon- অনুগ্রহ করা
★ Agree to - প্রস্তাবে রাজি হওয়া
★ Agree with - ব্যাক্তির সাথে একমত হওয়া
★ look at( তাকানো) -Shahin looks at the beautiful girl.
★Look for ( খোঁজা)- I am looking for a good jov
★ Look into ( তদন্ত করা) - Shahin is looking into the case.
★Look up ( ডিকশনারিতে শব্দ খোজা) - Shahin looked up a Dictionary.
★ Good at - দক্ষ
★ bad at অদক্ষ
★ Come from- কোনো জায়গা থেকে আসা
★ Come of( কোনো পরিবারে জন্ম গ্রহন করা)
★ Come round( সুস্থ হওয়া)
★ Die by- কোন কিছু দ্বারা মারা যাওয়া। যেমন -He died by poison.
★ Died for - জীবন উৎসর্গ করা। যেমন -Shahin Died for his brother
★ Die from - কোন কিছুর জন্য মারা যাওয়া। যেমন -The poor man died from hunger
★ Die of- রোগে মারা যাওয়া। যেমন - He died of cancer.
★ look at - তাকানো। যেমন- Shahin looks at the beautiful girl.
★ Look for - খোঁজা। যেমন- I am looking for a good jov
★ Look into - তদন্ত করা। যেমন - Shahin is looking into the case.
★ Look up - ডিকশনারিতে শব্দ খোজা। যেমন -Shahin looked up a Dictionary.
★ Run into - জড়িয়ে পড়া
★ Run on - বিরতিহীন চলা
Abdul Malek
★ Run over - চাপা পরা
Anxious about - কোনো কিছুর ব্যাপারে চিন্তিত, Anxious for - কারো ব্যাপারে চিন্তুত,
Apology to - কারো কাছে ক্ষমা চাওয়া,
Apology for - কারো কারণে ক্ষমা চাওয়া
Apply to - কারো কাছে আবেদন করা,
Apply for - কোনো বিষয়ে আবেদন করা
Attend on- সেবা করা,
Attend to - মনোযোগ দেওয়া।
Divide betwen দুইয়ের মাঝে বন্টন করা ;
Divide among - অনেকের মাঝে বন্টন করা।
Make of - কোনো উপকরণ দ্বারা সরাসরি তৈরি,
Make from - কোনো উপকরণ দ্বারা সরাসরি তৈরি নয় বুঝাতে।( Abdul Malek)
➡️ Use preposition :
1.We have just entered -------- an agreement with carsons Ltd.
2. When I entered --------- the room everybody stopped talking.
3. I think I will go ------ home.
4. All our furniture is made ------- wood.
5. Paper is made ------- wood.
6. Rini married ------- a builder.
7. What are you so angry --------?
8. I am bad ----- tennis.
9. The book is divided -------- three parts.
10. I like walking ------ the rain.
11. Dont not cary -------- spilt milk.
Ans: over
আরো জানতে :
★যে সকল শব্দের পর preposition বসেনা।