➡️ suffix and prefix নিয়ে আলোচনা করব।
Affix, suffix and prefix বর্তমান সময়ে প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বেশ কমন। এই অংশ হতে BCS/ SSC/ JSC/ NU তে প্রশ্ন আসে।
Abdul Malek
[SSC তে যে প্রশ্ন হয় তা নিয়ে আমার আরেকটি লেখা আছে Suffix and prefix এর উর তা ভাল করে পড়লে নতুন তথ্য পাবনে। ইনশাআল্লাহ। ]
🗣 NU এর ভাই বোনদের বলছি এই অংশ ভাল করে পড়েন আপনাদের ইংরেজি পরীক্ষা ভাল হবে ইনশাআল্লাহ।
মূল আলোচনায় যাই।
➡️ ইংরেজিতে যাবতীয় word কে ৮ প্রকার parts of speech এর অধিনে ফেলে আলোচনা করা হয়। এর মধ্যে Noun, Adjective, Verb, Adverb এই চারটিকে key word / root word বলে। আর বাকী ৪ টি কে Subsidiary word বলে।
➡️ Root : word এর মূল অংশ কে Root বলে। যেমন happy [ un+ happy = unhappy ]
➡️ Affix : Affix মানে হচ্ছে যুক্ত বর্ণ বা বর্ণ গুচ্ছ। Affix দুই প্রকার। যথা-
1) Suffix [ প্রত্যয়]: Root এর পরে যুক্ত বর্ণ বা বর্ণ গুচ্ছ কে Suffix বলে।[ Suffix শব্দের পরে বসে ] যেনন - Child+ hood = childhood
2) Prefix[ উপসর্গ] : Root এর পূর্বে যুক্ত বর্ণ বা বর্ণ গুচ্ছ কে prefix বলে।[ prefix শব্দের পূর্বে বসে] যেমন - un + happy = Unhappy
➡️ STC : Noun তৈরির কৌশল -
1. শব্দের শেষে [ Adjective এর শেষে] ar/or/ ure থাকলে তার সাথে ity/ ty যুক্ত করে Noun করতে হবে। যেমন -
popular - popularity
Major - Majority
Pure - purity
2. শব্দের শেষে [ Adjective এর শেষে] le/ el/ al/ ly/ il থাকলে তাদের সাথে ity/ ty যুত করে Noun করতে হয়। যেমন-
Able - Ability
Cruel - Cruelity
Equal - Equality
Civil - civility
➡️ STC- Adjective তৈরির কৌশল-
1. শব্দের শেষে ent/ ce / se থাকলে তার সাথে al বসিয়ে Adjective করতে হয়। যেমন
Accident - Accidental
Department - Departmental
Universe - Universal
2. কিছু Noun আছে যাদের পরে ful যুক্ত করে Adjective করতে হয়। যেমন -
Beauty - Beautiful
Colour - Colourful
3. শব্দের শেষে ce/cy থাকলে এদের পরিবর্তে t যুক্ত করে Adjective করতে হবে। যেমন-
Absence - Absent
Ignorance - Ignorant
4. কিছু Noun আছে যাদের পরে able / ible যুক্ত করে Adjective করতে হয়। যেমন -
Answer - Answerable
Comfort - Comfortable
5. Noun এর শেষে ly যুক্ত করলে Adjective হয়। যেমন
Friend - Friendly
Mother - Motherly
Father - Fatherly
6. কিছু verb আছে যাদের পরে able যুক্ত করে Adjective করতে হয়। যেমন -
bear - bearable
Eat - Eatable
➡️ STC : Verb তৈরির কৌশল -
1. Adjective / noun এর পূর্বে en যুক্ত করে। যেমন-
Able - enable
Danger - Endanger
Large - enlarge
2. Adjective এর শেষে en যুক্ত করে। যেমন-
Short - shorten
Deep - deepen
Less- lessen
3. Adjective/ noun এর পূর্বে be বসি verb তৈরি করা হয়। যেমন-
Friend - befriend
Fool- befool
Head - behead
4. Adjective / noun এর শেষে fy/ ify যুক্ত করে Verb তৈরি করা হয়। যেমন -
beauty - beautify
Class - Classify
5. Adjective / noun এর পূর্বে em/ im যুক্ত করে verb করতে হয়। যেমন-
power - empower
6. Adjective / noun এর শেষে ise/ ize যুক্ত করে। যেনন
National - Nationalies
Memory - memorise
➡️ STC - Adverb তৈরির কৌশল -
1. Adjective এর শেষে ly যুত করলে Adverb হয়। যেমন-
Safe - Safely
Nice - nicely
2. Adjective এর শেষে le থাকলে তার পরিবর্তে ily যুক্ত করতে হবে। যেমন- posible - possibly
বিঃদ্র- নিম্নে কিছু শব্দের Noun, adjective, verb and Adverb দেওয়া হলো।
Noun - verb - Adjective - Adverb
ability - enable - able - ably
Admission - admit - admissible- admissibly
Beauty - beautify - beautiful - beautifully
Business - busy - busy - busily
Education - educate - educational - educationally
Fool - befool - foolish - foolishly
★ NU এর প্রশ্ন সমাধান ২০২২
1) Move(Noun)- movment
2. Courage ( Verb)- Encourage
3. Origin ( Adverb) - Originally
4. Vary ( Noun) - varsity
5. Pure ( verb)- purify
6. Wash ( Adjective) - washy
7. Joy ( Adverb)- Joyfully
1.There was a sudden movement in the undergrowth
2. Rini encouraged many young writers and artists.
3.Rini comes originally from York.
4. Rini made varsity as a wide receiver
5. One tablet will purify a litre of water.w
6. Rini elcomed him joyfully into her house.
★ NU এর প্রশ্ন দেখে যা বুঝা যায় তা হচ্ছে উনারা ৫/৬ টি শব্দ একদমি সহজ দেয়। আপনারা STC গুলো ভাল করে পড়েন এবং প্রেক্টিস করেন।
★ SSC ও JSC পরীক্ষার্থীদের বলছি তোমরা এগুলো নোট করে নাও এবং Suffix prefix ২য় অংশ ভালকরে পড়বে।
★ নিজে করুন :নিচের শব্দগুলি থেকে Parts of speech পরিবর্তন কর এবং বাক্য গঠন কর।
able (into Noun), choice (into Verb), courage (into Adjective), belief (into Verb), base (into Adjective), beauty (into Verb), colour (into Adverb), energy (into Adjective), duty(into Adjective), fool(into Verb), enjoy (into Noun), mind (into Adjective), sleep (into Adjective), accept (into Noun), admire (into Noun), attend (into Adjective), compel (into Noun), provide (into Adjective), speak (into Noun), false (into Noun), wise(into Noun).
★ নিজে করুন:
১। Those who lead a (a)------(luxury) life,are always (b)-----(different) to the miseries of the poor.They enjoy life in (c)-----(amuse) and (d)------(merry). They are (e)-----(centered) people. They have little (f)-----(realize) of the (g)-----(bounded) sufferings of the poor. They remain indifferent to their (h)-----(suffer). They feel (i)-----(comfort) to work for their (j)------(better).
২। Food (a)....... (adulterate) is a crime. Adulterated food is (b)........ (poison) and causes (c)...... (curable) diseases. Some (d)...... (greed) businessmen are responsible for this (e)..... (wicked). The steps so far taken by the government against those (f)..... (honest) businessmen (g)...... (real) deserve praise. (h)....... (Present) are much alarmed.(i)...... (Hopeful), we will be able to shun this (j)...... (practice) very soon.
৩। Smoking is a (a)..... (danger) bad habit. It is (b)...... (harm) to health. It is also (c)...... (cost). A (d)...... (smoke) should not smoke (e)...... (public). Smoking creates (f)...... (pollute). Smoking causes many (g)..... (curable) diseases. It causes (h)..... (comfort) to others. It causes irritation in the eye and (i)..... (settle) the mind. But there are many people who are (j)...... (aware) of the bad effect of smoking.
৪। Success in life depends on the proper (a)..... (utilize) of time. Those who waste their (b)..... (value) time in (c)...... (idle), reduce the time of their important work. (d)...... (Punctual) is another great virtue of human beings that (el..... (rich) the (f)...... (man) life. If one takes lesson from the (g)...... (biography) of successful persons, one will learn that they never kept any work (h)...... (do) for the next day. (i)..... (Obvious), they were true to their words. So,they got a (j)...... (respect) position in the society.
★ parts of speech সম্পর্কে ধারণা পতে এখানে ক্লিক করুন।
★ Transitive verb and Intransitive verb