Transitive verb কাকে বলে? Intransitive verb কাকে বলে, Linking verb কাকে বলে? #Transitive-verb-intransitive-verb
★ Transitive verb কাকে বলে?
👉 যে Verb এর পর object থাকে তাকে Transitive verb বলে।
👉 যে verb তার কাজ সম্পাদরেন জন্য object এর উপর নিরভর্শীল তাকে Transitive verb বলে।
👉 Verb কে who/ whom/ What/ that দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাকে transitive verb বলে।
👉 A transitive verb is a verb that denotes an action which passes over from the doer or subject to an object.( W.M)
★ কোন ক্রিয়ার কর্ম সম্পাদনের জন্য যদি কর্তা ছাড়াও অন্য কাউকে বা অন্য কিছুকে প্রয়োজন হয়,তাহলে তাকে Transitive Verb বা সকর্মক ক্রিয়া বলে।
★সেজন্য Transitive Verb-এর object বা কর্ম থাকে, কিন্তু Intransitive Verb-এর object বা কর্ম থাকে না।
★Transitive Verb - এর অর্থ সম্পূর্ণ করার জন্য একটি object (কর্ম) প্রয়োজন হয়। কিন্তু Intransitive Verb - এর কোন object প্রয়োজন হয় না।
★ক্রিয়াকে 'কাকে' বা 'কি' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই তাকে বলে object বা কর্ম।
★বেশির ভাগ Transitive Verb একটি মাত্র object গ্রহণ করে। কিন্তু give, ask,offer, promise, tell ইত্যাদি কিছু কিছু Transitive Verb দুটি object নেয়- একটি Indirect object যা কোন্ ব্যক্তিকে কি দেওয়া বা কোন্ ব্যক্তির জন্য কি করা হয়েছে বোঝায় এবং একটি Direct object যা সাধারণতঃ কোন বস্তুকে বোঝায়।
➡️ Example of Transitive:
1) He is eating rice.
2) She is preparing breakfast.
3) We have caught a thief.
4) They have bought a bicycle.
5) The beggar wanted some money.
➡️ বাক্যে transitive verb নির্ণয়ের টেকনিক!!
১। Subject + Verb + object. যেমন- I read a book.
Transitive verb এর কিছু ুউদাহরণ :
1. Woodmen fell trees.
2. The girls were singing.
3. The boy laughs loudly ( বেশি কমন বাক্য চকরির পরীক্ষার জন্য)
4. The boy kicks the football ( বেশি কমন বাক্য
চাকরির পরীক্ষার জন্য)
5. The shot sank the ship.
6. Ring the bell, Rama.
7. The driver stopped the train.
8. He spoke the truth.
9. I feel a severe pain in my head.
Note : উদাহরণ গুলো পরীক্ষার জন্য খুবি কমন। ভাল করে এগুলো পড়তে হবে। পরীক্ষায় প্রশ্ন থাকবেই।
★ intransitive verb কাকে বলে?
👉 যে verb এর পর object থাকেনা তাকে Intransitive Verb বলে।( here, there থাকে)
👉 transitive verb is a verb that denotes an action which does not pass over to an object, or which expresses a state or being. (W.M)
➡️ Intransitive verb নির্য়ণয়ের কৌশল/ টেকনিক:
১। Intransitive verb এর পর object থাকেনা। যেমন- The baby sleeps. (চাকির পরীক্ষার জন্য কমন একটি বাক্য)
2। Sub + intransitive verb + Adverb/ preposition ( ব্যতিক্রম) He burnt with shame.
Intransitive verb এর উদাহরণ :
1. The baby sleeps.
2. The baby seems happy.
3. The glass broke.
4. The horse walks.
Note : উক্ত উদাহরণ সমূহ চাকরির পরীক্ষার জন্য বেশ কমন।
5. The ship sank rapidly ( দেখেন শেষে adverb আছে)
6. The bell rang loudly.
7. The train stopped suddenly.
8. How do you feel.
9. This horse never kicks.
10. He spoke haughtily.
★ Linking verb কাকে বলে?
👉 যে verb এর পর Compliment থাকে তাকে linking verb বলে।
👉 Compliment এর পূর্বে যে Verb বসে তাকে linking verb বলে। যেমন- The boy went mad.
Linking verb নির্ণয়ের টেকনিক/ কৌশল:
1. Sub+ linking verb + Compliment. যেমন- The boy went mad.
2. Subject + linking verb+ adjective. যেমন -The boy went mad.
Note : সকল উদাহরণ সমূহ ভাল করে পড়তে হবে। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে।
আরও পড়ুন
1) Group verb
4) Voice change