Transitive Verb and Intransitive কাকে বলে? - Linking verb কাকে বলে?

Transitive verb কাকে বলে?  Intransitive verb কাকে বলে, Linking verb কাকে বলে? #Transitive-verb-intransitive-verb

Transitive verb,  Intransitive verb,  Linking verb



Transitive verb  কাকে বলে? 

👉 যে  Verb এর পর object থাকে তাকে Transitive verb বলে।

👉 যে verb তার কাজ সম্পাদরেন জন্য object এর উপর নিরভর্শীল তাকে Transitive  verb বলে।

👉 Verb কে who/ whom/ What/ that দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাকে transitive  verb বলে।

👉 A transitive verb is a verb that denotes an action which passes over from the doer or subject to an object.( W.M)

★ কোন ক্রিয়ার কর্ম সম্পাদনের জন্য যদি কর্তা ছাড়াও অন্য কাউকে বা অন্য কিছুকে প্রয়োজন হয়,তাহলে তাকে Transitive Verb বা সকর্মক ক্রিয়া বলে।

★সেজন্য Transitive Verb-এর object বা কর্ম থাকে, কিন্তু Intransitive Verb-এর object বা কর্ম থাকে না।

★Transitive Verb - এর অর্থ সম্পূর্ণ করার জন্য একটি object (কর্ম) প্রয়োজন হয়। কিন্তু Intransitive Verb - এর কোন object প্রয়োজন হয় না। 

★ক্রিয়াকে 'কাকে' বা 'কি' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই তাকে বলে object বা কর্ম।

★বেশির ভাগ Transitive Verb একটি মাত্র object গ্রহণ করে। কিন্তু give, ask,offer, promise, tell ইত্যাদি কিছু কিছু Transitive Verb দুটি object নেয়- একটি Indirect object যা কোন্ ব্যক্তিকে কি দেওয়া বা কোন্ ব্যক্তির জন্য কি করা হয়েছে বোঝায় এবং একটি Direct object যা সাধারণতঃ কোন বস্তুকে বোঝায়।

➡️ Example of Transitive:

1) He is eating rice.

2) She is preparing breakfast. 

3) We have caught a thief.

4) They have bought a bicycle. 

5) The beggar wanted some money.


➡️  বাক্যে transitive verb নির্ণয়ের টেকনিক!!

১।  Subject  + Verb + object. যেমন- I read a book. 

Transitive verb এর কিছু ুউদাহরণ :

1. Woodmen fell trees. 

2. The girls were singing. 

3. The boy laughs loudly ( বেশি কমন বাক্য চকরির পরীক্ষার জন্য)

4. The boy kicks the football ( বেশি কমন বাক্য

 চাকরির পরীক্ষার জন্য)

5.  The shot sank the ship. 

6. Ring the bell, Rama.

7. The driver stopped the train. 

8.  He spoke the truth. 

9. I feel a severe pain in my head. 

Note : উদাহরণ গুলো পরীক্ষার জন্য খুবি কমন।  ভাল করে এগুলো পড়তে হবে।  পরীক্ষায় প্রশ্ন থাকবেই।


intransitive verb  কাকে বলে?

👉 যে verb এর পর object থাকেনা তাকে Intransitive Verb বলে।( here, there  থাকে)

👉 transitive verb is a verb that denotes an action which does not pass over to  an object, or which expresses a state or being. (W.M)

➡️ Intransitive  verb  নির্য়ণয়ের কৌশল/ টেকনিক:

১। Intransitive verb এর পর object থাকেনা। যেমন- The baby sleeps. (চাকির পরীক্ষার জন্য কমন একটি বাক্য)

2। Sub + intransitive verb + Adverb/ preposition ( ব্যতিক্রম) He burnt with shame.

Intransitive verb এর উদাহরণ :

1.  The baby sleeps. 

2. The baby seems happy.

3. The glass broke.

4. The horse walks. 

Note : উক্ত  উদাহরণ সমূহ চাকরির পরীক্ষার জন্য বেশ কমন। 

5. The ship sank rapidly ( দেখেন শেষে adverb আছে)

6. The bell rang loudly. 

7. The train stopped suddenly. 

8. How do you feel.

9. This horse never kicks.

10. He spoke haughtily. 


Linking verb কাকে বলে? 

👉 যে verb এর পর Compliment থাকে তাকে linking verb বলে।

👉 Compliment এর পূর্বে যে Verb বসে তাকে linking verb বলে। যেমন- The boy went mad.


Linking verb নির্ণয়ের টেকনিক/ কৌশল:

1. Sub+ linking verb + Compliment. যেমন- The boy went mad.

2.  Subject + linking verb+ adjective. যেমন -The boy went mad.

Note : সকল উদাহরণ সমূহ ভাল করে পড়তে হবে। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। 

 

আরও পড়ুন 

1) Group verb

2) Inversion of verb 

3) Conditional sentence 

4) Voice change 






নবীনতর পূর্বতন

অনুসরণকারী