Gerund and participle কাকে বলে - Gerund and participle identify

 ★ Gerund কাকে বলে? participle কাকে বলে?  Infinitive কি? #Gerund and participle 

Gerund and participles


★ Gerund 

👉 যে শব্দ ( v+ing) বাক্যে Noun এবং verb এর কাজ করে তাকে সাধারণত Gerund বলে। যেমন- Do you enjoy teaching? (এখানে Teaching হচ্ছে Gerund) [নিন্মে টেকনিক অংশ ভাল করে পড়ুন]

👉 A Gerund is that form of the verb which ends in -ing, and has the force of a Noun and a verb. Note: Gerund কে Verbal Noun বলে।

Note : Gerund যেহেতু Noun এর মত কাজ করে,  সেহেতু আমরা যদি বাক্যে Noun এর অবস্থান নির্ণয় করতে পরি তাহলে Gerund নির্ণয় কঠিন হবেনা। ইনশাআল্লাহ এই ব্লগে Noun নির্ণয়ের টেকনিক অংশ দেখুন।


★ Gerund নির্ণের টেকনিক/ কৌশল: 

বিঃদ্র- আমরা বিভিন্ন বই পড়ে এটা বুঝতে পেরেছি যে বাক্যের ৫স্থানে Gerund বসে।( Malek এর টেকনিক)

1. Subject of verb:  Verb এর subject হিসাবে। যেমন- Reading is an excellent habit. (এখানে Reading টি Gerund  কারন Verb is এর subject হয়েছে। [ ভাল করে পরুণ যেন পরীক্ষার হলে কনফিউশন না হয়।]

🗣️ আরেকটা যেমন দেখা যাক- Hunting deer is not allowed in this country. ( কমন একটি sentence পরীক্ষার জন্য)

2. Objective of  a Transitive verb : Gerund Transitive verb এর object হিসাবে বসে।যেমন- Stop playing (এখানে stop, Transitive verb ; যদি Transitive verb চিনতে সমস্যা হয় তাহলে এই blog এর Transitive verb অংশ দেখুন, আশা করি নতুন কিছু জানতে পারবেন।)

🗣️ যেমন দেখি কয়েকটি - I like reading poetry. Do you enjoy Teaching?  (এখানে একটি টেকনিক আছে,  আমরা যদি বাক্যটিকে  Assertive করি তাহলেই বিষয় টি ক্লিয়ার হবে You enjoy Teaching এবার ক্লিয়ার, পরীক্ষার হলে, টেকনিক মাথায় রাখতে হবে কিন্তু। যেমন- Malek likes gardening.) 

বিঃদ্র- কোন কিছু না বুঝলে কন্ট্রাক আসে গিয়ে বা কমেন্ট করে জেনে নিন।

3. Object of preposition : preposition এর object হিসাবে। যেমন - I am tired of waiting. 

Note : preposition এর পর  V+ ing থাকলে তা Gerund or noun. 

🗣️ কিছু যেমন দেখি- He is fond of swimming. I have an aversion to fishing. Malek is fond of playing cricket.

বিঃদ্র - উদাহরণ গুলো না বুঝলে কমেন্ট করুন/ আমাদের সাথে যোগাযোগ করুন। ( কন্ট্রাক্ট আস)

4. Compliment of a verb :  verb এর Compliment  হিসাবে। যেমন- seeing is believing.

5. As a part of compound noun: যেমন- This is my writing table. 

Note: Gerund এর পূর্বে Noun বা pronoun এর possessive case হয়। যেমন- I insist on your being present there. [ being =Gerund]

Note : উক্ত নিয়োম গুলো ভাল করে পড়লে আশা করি সমস্যা হবে না। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুণ।

★ participle কাকে বলে-

👉 যে শব্দ ( v+ing) বাক্যে   সাধারণত Verb এবং Adjective এর কাজ করে তাকে participle বলে। যেমন- Hearing the noise,  the boy woke up.

👉 A participle is a word which is partly a verb and partly an Adjective.

👉 participle কে Verbal adjective বলে।


➡️ Participle তিন প্রকার :

 1. Present participle. (V+ing)

★ present participle : v+ing যা বাক্যে Adjective এর কাজ করে।

2. Past participle. ( v3) [ A lost opportunity never returns. 

3.perfect participle. ( Having + v3) [ Having gained truth,  keep truth. 


➡️ বাক্যে present participle নির্নের কৌশল:

1. Continuous  Tense এর ( v+ing) present participle হবে।  যেমন - I am reading Now. I am working now.

2. Adverb এর পর V+ing থাকলে তা participle.যেমন Truly speaking.

3. Intransitive verb এর পর v+ing আসলে তা participle. যেমন - She went away dancing. 

4. Objective  এর পর v+ing আসলে তা present participle. যেমন-I found him sleeping.

5. Article এং noun এর মাঝে participle বসে। যেমন -He gave a telling speech.  

Note: participle যেহেতু Adjective এর সাথে সম্পর্ক যুক্ত, সেহেতু বাক্যে Adjective এর অবস্থা জানা দরকার। যদি বাক্যে Adjective আইডেন্টিফাই করতে পারেন তাহলে participle ও বের করতে পারবেন।

★ Past participle- Verb  (v3) কে past participle বলে,  যা বাক্যে Adjective মত কাজ করে। যেমন- A lost opportunity never returns. 

★  prefect participle - Having এর পর V3 হলে তা perfect participle. যেমন - Having gained truth,  keep truth. 


🗣️কিছু উদাহরণ- 

1. A rolling stone gathers no moss.

2. A lost opportunity never returns. 

3. He kept me waiting. 

4. We met a girl carrying a basket of flowers. ( দেখেন এই বাক্যটিতে carrying শব্দটি participle,  পরীক্ষার হলে লাফদিয়ে Gerund দাগাইন না,Object এর পর v+ing আসলে তা Participle) 

5.  We had a drink of the sparkling water. (  এখানে  sparkling,  present participle) 

6. He played a losing game. ( এখানে losing present participle)

7. He wears a worried look. ( past participle)

8. The creaking door awakened the dog. ( present participle)

9. I joined a reading school. 

10. A blooming  flower is beautiful to look at.

Note : [ 4,5,6,7,8,9,10 বেশি কমন পরীক্ষার জন্য, ভাল করে পরুন এবং প্রেক্টিস করুন]

Note:  সকল verbal Noun Gerund নয়, কিন্তু সকল gerund ই verbal Noun. নিচে একটি Stc দেখি।

stc: The +( v+ing) + of  থাকলে [v+ing যুক্ত শব্দটি Verbal  noun হবে,  Gerund নয়। তবে অফশনে যদি verbal  Noun না থাকে তাহলে আপাদত Gerund হবে উত্তর]

যেমন- I like the reading of Geography. [ reading =verbal Noun] আরেকটা যেমন দেখি-

I like reading  Geography. [ reading হচ্ছে Gerund, বুঝতে পারতেছেনে,  (সোর্স - PC Das এবং Nesfield) ]

আরও পড়ুন 

1) Articles 

2) Sentence Correction 

3) Suffix and prefix 








 



নবীনতর পূর্বতন

অনুসরণকারী