Articles এর ব্যবহার - a, an and the এর ব্যবহার

 Article সকল ক্লাসের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ  টপিক। আমরা যদি একটু সচেতন হই,  তাহলে পরীক্ষার হলে Article ভুল হবে না। 

Abdul Malek

Articles

Note: NU এর অনার্স ২য় ও ডিগ্রি ৩য় বর্ষে Articles উপর প্রশ্ন হয়। [  English ]

Note: চাকরির পরীক্ষা সহ সকল প্রতিযোগিতা  মূলক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে Articles।

➡️ Articles এর মূল আলোচনায় যাওয়া যাক। 

★ Articles কাকে বলে? 

সাধারণত A, An এবং The কে Articles বলে। An article used before - Noun. 

★ Articles কত প্রকার? 

Article দুই প্রকার। যথা- 1. Indefinite Articles. 2. Definite article.

➡️ Indefinite Articles: A, an কে Indefinite Article বলে। 

➡️ Definite Article : The কে Definite Article বলে।

A এর ব্যবহার  :

1. সাধরণত Consonant এর পূর্বে a বসে। যেমন-  This is a book. 

2. One এর পূর্বে a বসে।  যেমন - He gives me a one taka.

3. E/ U এর উচ্চারণ [ইউ/ u]  এর মত হলে তার পূর্বে a  বসে। যেমন- a european,  a unique,  

4. Most যদি তুলনা না বুঝায়  তাহলে Most এর পূর্বে a বসে। যেমন - Reliance is a most helpful book of English. [ বিস্তারিত জানতে Subjective verb and agreement অংশে ২০ নং Rules দেখুন]

5. সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি Consonant এর মত উচ্চারিত হয় তাহলে A বসে। যেমন - He is a BA.

6. পেশা বা ব্যবসা বুঝাতে a/ an বসে।  যেমন- he is a businessman. He is an Engineer. 

7. Dozen,  hundred,  thousand,  million এদের পূর্বে a বসে। যেমন- Here are a dozen of bananas. 

8. সমগ্র জাতি বুঝাতে A/an/ the বসে।   A(The)  cow has horns. [ PC Das]

9. Exclamatory Sentence এ What এর পর a/an বসে।যেমন- What a nice bird it is!

10. Few, little,  lot of,  good,  deal,  এদের পূর্বে a বসে।  কিন্তু many এর পর a বসে।যেমন - Here is a lot of books. I saw a good


 An এর ব্যবহার :

1. Vowel [ a,e,i, o, u ]  এর পূর্বে৷ an বসে। যেমন - This is an egg. 

2. H এর উচ্চারণ (অ/আ) এর মত হলে  তার পূর্বে an বসে। যেমন- He is an honest man.

3. সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি vowel এর মত উচ্চারিত হয় তাহলে an বসে।যেমন - He is an MP. He is an LLB. He is an MA. He is an MLM. He is an SDO. 

The এর ব্যবহার  : 

1.নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝতে তার পূর্বে The বসে।যেমন- look at the boy/ boys. 

2. সমগ্র জাতি বুঝাতে Singular noun এর পূর্বে The বসে।যেমন- The cow is a useful animal. 

3. Superlative Adjective / Comparative Adjective এর পূর্বে The  বসে। যেমন- He is the best boy in the class. 

4. UK/ USA এদের পূর্বে The বসে। যেমন- He will leave for The USA.

5. ধর্মগ্রন্থ, সংবাদপত্র,  জাহাজ, নদী,  সাগর,  পর্বত এদের নামের পূর্বে the বসে।  যেমন- The Quran,  The Ittefaq, The padma.  

6. School,  bed,  collage,  university,  hospital,  market, mosque,  court ইত্যাদি স্থানে উদ্দেশ্য হাসিলের জন্য না গেলে এদের পূর্বে The বসে।যেমন- He went to the university to meet his son. [ এখানে He  কিন্তু পড়তে যায়নি। ]

7. Sun, moon,  world,  path এদের পূর্বে  এবং preposition এর পর The বসে। যেমন- The sun,  The moon. 

8. সাধারণ নিয়োম অনুযায়ী singular common noun এর পূর্বে অবশ্যই একটি article বসাতে হবে।  যেমন- I have seen a boy/ the boy. [ এই  stc টার ব্যতিক্রম আছে কিন্তু ]

9) ক্রমবাচক সংখ্যার পূর্বে Article বসে। যেমন - 1) Who is the first boy?  2) Who is the second boy? 3) The 23rd January is a red letter day. 

10) The + Noun+ and+ Noun.যেমন: The headmaster and secretary of the school was present in the meeting.

11) The + Noun + and + The + Noun.যেমন- The headmaster and The secretary of the school were  present in the meeting


omission/ Zero Article [যে সব স্থানে Articles বসে না]

1. proper noun এর পূর্বে Article  বসে না। যেমন George will go to England. 

2. Possessive এর আগে পরে Article বসে না যেমন- This is my book. 

3. Abstract Noun এর পূর্বে Article বসেনা। যেমন Bravery is a great virtue. 

4. Material Noun. এর পূর্বে article বসে না। যেমন- Gold is a precious metal. 

5. Meal এর নামের পূর্বে article বসে না। যেমন- we shall start after  breakfast. 

6. খেলার নামের পূর্বে article বসে না। যেমন- My favourite game is football.  

7. রোগের নমের পূর্বে Article বসে না। যেমন Corona is a dreadful disease. 

8.  দিন/ মাসের নামের পূর্বে Article বসে না। [ সাবধান!!! ]

যেমন-  December is the last month. [ common mistake in english, TJ Fitikides,  বাজারে প্রচলিত প্রায় বয়ে ভুল আছে।) 

9. Work এর পূর্বে a বসে না। যেমন- He now found work at the bank.

10. ঋতু বা উৎসবের নামের পূর্বে  সাধারণত Article বসে না। যেমন- Summer is the best time for picnic.  

11. একটি মাত্র দ্বীপ /পর্বত/ অন্তরীপ  / হ্রদের নামের পূর্বে Article বসে না।  যেমন- Mount Everest is the highest peak in the world. 

12. And এর পূর্বে এবং পরে একি শব্দ বসে। যেমন - It comes with all its beauty and -------- Charms.

Ans:  ×

13. -------- + Noun+ of +Noun হলে গ্যাপে The বসবে।  যেমন - The United States of America. 

Note : The এর উচ্চারণ: Vowel এর পূর্বে [ The - দি] Consonant এর পূর্বে [ The - দা]


➡️ Articles পরীক্ষায় নিচের অংশেও আসে:

1) Sentence correction অংশে। [ NU তে এই টপিক টা কিন্তু আছে!!] 2. pin point Error অংশে।

➡️ Article অংশ টুকু বেশি কমন, তাই বেশি বেশি পড়েন, এবং প্রেকটিস করেন। দেখবেন পরীক্ষার হলে কনফিউশন হচ্ছে না। 

Exercise  : নিজে করুন। 

1. Copper is ---- useful metal. 

2. He is not ------- honourable man.

3. Honest men speak  ----- truth. 

4. Do you see -------- blu sky. 

5. -------- sun shines brightly. 

6. French is ------ easy language. 

7. Malek has come without ----- umbrella. 

8. I bought ------- horse, ----- ox, and -------buffalo. 

9. John got ------- best present. 

10. I have ---- black and ------ white dog. 

11. Malek collectts -------- stamps. 

12. Don't forget to put ------- stamp. 

13. Our garden needs ------ water. 

14. We went to -------same school. 

15. There's ----- police care outside. 

16. It's ---- good car. 

17. It's ----------good.

18. She lives in --- big house.

19. She lives in ----- big house over there.

উপরুক্ত উদাহরণ সমূহ বেশ কমন পরীক্ষার জন্য।  কমেন্টে উত্তর দেন।  ভুল হলে ঠিক করে দিব।  ইনশাআল্লাহ।

➡️ কিছু sentence correction  দেখি

1. Woman is more than man.

Ans: A woman is more than a man.  [  দেখেন  তুলনা করলে  man ও woman এর পূর্বে a বসে]

2. This is best book of elementary chemistry. 

Ans : This is The best book of elementary chemistry.[ Superlative adjective এর পূর্বে The বসে]

3.  He can play flute. 

Ans: He can play the flute. [ musical instruments এর পূর্বে The  বসে।]

4. The gold is a precious metal.

Ans: Gold is a precious metal. 

5.  An Honesty is the best policy. 

Ans : Honesty is the best policy.

6. I had a late the lunch today. 

Ans: I had a late lunch today [ মিলের নামের পূর্বে Articles বসে না, সাবধান বাজারের প্রচলিত বইয়ে উত্তর The দেওয়া আছে। ]  [ Common mistake in english বলা আছে যে খাওয়ারের অয়াক্ত এর পূর্বে Article বসে না]

7.  I Learnt French at the school. 

Ans: I learnt French at school.  

8. My uncle is still in the hospital. 

Ans: My uncal is still in hospital. [ যে সকল প্রতিষ্ঠান সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত, সেখানে সেবা নিতে গেলে তাদের নামের পূর্বে Articles বসে না, 7,8 দুইটা একি ধরনের ]

9. Reliance is the most helpful book of English. 

Ans: Reliance is a most helpful book of English. [ বাক্যে যদি তুলনা বুঝায় তখন most এর পূর্বে the বসে।  না হয় a বসবে। ]

বিঃদ্র - উদাহরণ গুলো ভাল করে প্রেক্টিস করুন। খাতায় লেখে রাখুন।

Articles চমক অংশ  

The boat cut effortlessly through ------ water. 

★ -------- water is now receding after the floods.

★ ------ water was rising fast. 

★ ------- water in the lake is so clear that you can see the bottom.

★ ------- water supply is being tested for contamination.

★ ----- water of this tank is not pure.

★ The human body is about 50 percent ------ water. 

★ --------- water is an important element of our life.

★ ----- water has no colour. 

★ ----- honesty is the best policy. 

★ ----- honesty of this boy is praise-worthy. 

★ ---- money is much better in my new job.

★ She stashed ----- money away in the bank. 

★ ----- money was transferred into an offshore bank account. 

★ ---- money is great in my new job.

★I don't know where all ----- money goes!

★ How much ---- money is there in my account?

★ Rini gave him $5 lunch ----- money. 


আরও পড়ুন

1) SSC English suggestion 

2) Inversion of verb 

3) Unnecessary preposition 

4) Active to passive








নবীনতর পূর্বতন

অনুসরণকারী