Free Hand Writing
➡️ কিছু নিয়ম দেখে নেওয়া যাক, যা বাক্যের শেষে থাকবে।
★ এ, য়,তে ★তে, বে ★ তেছি, তেছ, তেছে ★ উচিত ★ বে, ব ★ পারত, পারল ★ল, লাম, ত, তাম ★ হয় ★ যায় ★ ইয়াছি, ইয়াছে ★ সময় ★সম্ভব ★ সম্ভব নয় ★ আছে ★ নাই ★তেছিলাম, তেছিল
➡️ Personal Pronoun
Sub - Object- Possessive
I - Me - My
He - him - his
You - you - your
She - her - her
They - them - their
It - it - its
★ Note 1: অনুবাদ করতে হলে প্রথমে sub বসাতে হবে।
★ Note 2: Obj From এর পূর্বে preposition বসে।
★ Note 3: possessive+ Noun এর পুর্বে বসে।
➡️ কিছু preposition এর বাংলা অর্থ
of- র, এর
in- এ, য়
For- জন্য, পক্ষে
To-দিকে, কাছে, তে
Through- মধ্যদিয়া, মাধ্যমে
Form- হতে, থেকে
With- সাথে/ দ্বারা
Without-ছাড়া
★ Note 4: বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হলে শেষের দিক থেকে শুরু করতে হবে!!!!!!!!!!!
➡️ নিচের STC সমুহ অনুসরণ করতে হবে।
➡️ এ, য়, তে - Sub + V1 + Other. Exam : ইংরেজি আমাদের দৈনন্দিন জীবনে এক গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করে।Note 5 : Verb / ক্রিয়া থাকবে বাক্যের শেষে। Ans: English plays an important role in our daly life.
➡️ তেছি, তেছ, তেছে- Sub + am/is/ are + v+ ing + othre. Exam: ইংরেজি শিক্ষার গুরুত্ব আমাদের দেশে দিন দিন বৃদ্বি পাচ্ছে। Ans: ২য় শব্দের পর যদি (র) থাকলে প্রথম শব্দটা Sub হতে পারেনা। Ans : The importance of learning english is increasing day by day in our country.
➡️ তে- বে- Sub + have ton/ has to + v1 + other. Exam : তাই, আমাদের ভালো ভাবে ইংরেজি শিখতে হবে। Ans: so, we have to learn English nicely.
➡️ সম্ভব নয়- It is not possible to + v1+ other. Exam : ইংরেজি ছাড়া ভালো চাকরি পাওয়া সম্ভব নয়। Ans : It is not possible to get a good job without English.
➡️ নাই - There is no + কি নাই + কোথায় নাই + other. Exam : ইংরেজি ছাড়া উপায় নাই। Ans : There is no way without english.
➡️ ইয়াছি / ইয়াছে - Sub + have / has + v3 + other. Exam: ইংরেজি বার্তমান যুগে অন্যদের সাথে যোগাযোগ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভাষা হইয়াছে। ans: English has become an important language to communicate with other countries in present age.
➡️ সময় -while + v+ ingল/ লাম, ত, তাম- Sub + v2 + other. Exam: ইংরেজি লেখার সময়, আমি সব নিয়ম কানুন অনুসরণ করলাম। Ans: While writing English, I followed all The rolls.
➡️ বে, ব-Sub + shall / will + v1 + other. Exam: আমরা ভালভাবে ইংরেজি শেখার জন্য কঠিন পদক্ষেপ গ্রহন করব। Ans: we shall take hard steps for learnig english nicely.
➡️ সম্ভব - It is possible to + v1 + other. Exam: ইংরেজি শেখার মাধ্যমে আমাদের বিদেশিদের সাথে সহজে কথা বলা সম্ভব। Ans: It is possible to speak with foreigner us Through learning English easily.
➡️ পারে, পারি- Sub + can + v1 + object. QN : আমরা ইংরেজি শিখার মাধ্যমে বিভিন্ন প্রকার ইংরেজি সংবাদ পত্র সহজে পড়তে পারি। Ans: We can read many kind of english Newspaper Through learning English Easily.
➡️ উচিত- Sub + Should + v1 + other. QN: প্রত্যেক শিক্ষার্থীকে FHW এর নিয়ম কানুন জানা উচিত। Ans: Every student Should know the rulles of FHW.
➡️ যায় - sub+ can be + v3 + other. QN. ইহা দলীয় কাজের মাধ্যমে সহজে সমাধান করা যায়। Ans: It can be solved through grouping work easily.
➡️ আছে- There is/are + কি আছে + কোথায় আছে + other. QN: আমদের দেশে অনেক অশিক্ষিত লোক আছে। Ans:There are many illiterate people in our country.
➡️ তে.......ল - sub + had to + v1 + other. Q. বাংলাদেশকে স্বাধীনতার জন্য যুদ্ব করতে হয়েছিল এবং তাদের জীবনকে উৎসর্গীত করতে হয়েছিল। Ans: Bangladesh had to fight hard for victory and lay down their lives.
➡️ যে ব্যাক্তি- He Who, যারা- Those Who. Q: যে কৃষকরা দরিদ্র, তারা ঋনের জন্য করিয়াছিল। Ans: The farmers who are poor have applyed for a lone. Note: Complex বাক্যে subject একটি হয়। Note: Stc তে না পরলে Verb হিসাবে Be verb আসবে। কিছু Verb এর সাথে ing হয় না। যেমন Appare, Be verb, feel, look, Remain, Tast. Q: তাকে সুখী দেখাচ্ছে। Ans: He looks happy.
➡️ ইচ্ছা প্রকাশ করলে - were হবে। Q : আমি যদি ডাক্টার হতাম তাহলে আমি রোগীদের সেবা করতাম। Ans: If I were a doctor, I would serve the patient.
★★★ উপরোক্ত নিয়ম সমুহ আয়ত্ত করতে পারলে মোটা মুটি ইংরেজি বলা ও লেখা যাবে।
➡️ বোনাস পয়েন্ট :
★ Alphabet এর সঠিক উচ্চারণ
A - এই/আ
J- জেই
K- খেই/ খ
O- ঔ
P- ফ
Q- খিউ/খ
R- আ....( ব্রিটিশরা এমন উচ্চারণ করে)
T- ঠ
Note : F এবং V উচ্চারণ করতে হলে উপরের দাত আর নিচের ঠোটের মাঝখান দিয়ে সাউনড বের করতে হবে।
Note : ক্লাস 6 এর গ্রামার বইয়ে যে Verb গুলা দেওয়া আছে তা আবশ্যই শিখতে হবে। নাহলে লেখা বা বলার সম শব্দ খুজে পাওয়া যাবেনা।
➡️ বাংলায় Tense চেনার উপাই ( টানা মুখস্ত থাকতে হবে)
★ Present - "ল" বা "ব" কোনোটাই থাকবেনা, Past - ল/ লাম, Future- ব। যেমন -১.আমি স্কুলে যাই। ২. আমি স্কুলে গিয়েছিলাম। ৩. আমি স্কুলে যাব।
বিঃ দ্র- নিচের ছবি গুলো ভাল করে পড়েন। আমার লেখা Reliance বই থেকে দেয়া।
১। ভ্রমণকারী ও বণিকগণ সবধরণের জাহজে করে সমগ্র বিশ্ব ঘুরে বেড়িয়েছেন। পেশি ও বায়ুশক্তি নির্ভর প্রাচীন বানিজ্য জাহাজ থেকে শুরু করে বাষ্পচালিত জাহাজ আবিষ্কার পর্যন্ত জাহাজ নির্মান কৌশল ওজাহাজ চালনার উপায়সমূহ নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। নৌকাগুলো যেহেতু আরো বেশু দ্রুতগামী ও উন্নতমানের হচ্ছিল, ভ্রমণ কারী আরো বেশি দূরে যেতে সক্ষম হচ্ছিল। তারা নতুন নতুন ভুমি ও জনগোষ্ঠী খুঁজে বের করতেন নতুন নতুন ব্যবসায়ীক পথ উন্মোচন করতেন। বিভিন্ন দেশে তাদের স্থলভাগ এবং জলভাগ চিহ্নিত করে নিজ নিজ মালিকানা দাবি করতে থাকায় পৃথিবীর মানচিত্র ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করল।
২। ক) আমি ঢাকার টিকেট কিনেছি।
খ) অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়।
গ) আমি যদি রাজা হতাম
ঘ) রমনা পার্কের প্রকৃতিক দৃশ্য বড়ই মনোরম।
ঙ) আমি সাত বছর যাবৎ ঘুরাঘুরি করছি। [ এটা শিখার আগে since and frome এর ব্যবহার দেখুন]
৩। ক) বাংলাদেশ একটি বদ্বীপ।
খ) দুই ঘণ্টা যাবৎ বৃষ্টি হচ্ছে।
গ) বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ।
ঘ) পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
ঙ) দুয়ে দিয়ে চার হয়।
৪। ক) জ্ঞান আলোর মত।
খ) দেশ প্রেম একটি মহৎ গুণ।
গ) ঢাকা একটি জনবহুল শহর।
ঘ) সে হাসতে হাসতে ঘরে ডুকল।
ঙ) নিরক্ষতা অভিশাপ।
৫। ক) আমার একটি কম্পিউটার আছে।
খ) আমি গতকাল কলেজে গিয়েছিলাম।
গ) খেলা শেষ।
ঘ) সে সাঁতার জানেনা।
ঙ) সে চুরি করতে গিয়ে ধরা খেল।
৬। ক) পৃথিবী স্থীর নয়।
খ) আমি কখনও হিমালয় পর্বত দেখিনি।
গ) বলা সহজ কিন্তু করা কঠিন।
ঘ) দেশভ্রমণ শিক্ষার একটি অংশ।
ঙ) যে দেশকে ভালবাসে সে দেশপ্রেমিক।
৭। ক) গত তিন দিন যাবত মুষলধরে বৃষ্টি হচ্ছে।
খ) মালেক সাঁতার কাটতে জানে।
গ) চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতি।
ঘ) তুমি বরং ব্যাংক থেকে ঋণ নাও।
ঙ) নীলাচল দেখতে অনেক সুন্দর।
৮। ক) বান্দরবান প্রকৃতিক সুন্দর্যের লীলাভূমি।
খ) মেঘলা দেখতে অনেক সুন্দর।
গ) সে চুরি করতে গিয়ে ধরা খেল।
ঘ) দুর্নীতি আমাদের জাতীয় সমস্যা।
ঙ) আমার মাথা ঘুরছে।
৯। ক) সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
খ) অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।
গ) ট্রেনটি সঠিক সময়ে ছাড়বে।
ঘ) ট্রেনটি কখন ছাড়বে?
ঙ) আমার যদি পাখির মত ডানা থাকত।
১০। ক) আমার একটি ছাতা আছে।
খ) আমি গতকাল আজিজনগর গিয়েছিলাম।
গ) সকল খেলাই শেষ হয়েছে।
ঘ) সে সাতার জানেনা।
ঙ) মালেকের নিজের কোনো জমি নেই।
আরও পড়ুন
2) Voice change
3) Tense
4) Inversion of verb. Affirmative and Negative agreement
5) Articles