👉 Phrase and clause কাকে বলে? Clause কত প্রকার ও কী কী? Phrase কত প্রকার ও কী কী? ( phrase and clause Examples)
👉 আসুন দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে phrase and clause শিখি।
Abdul Malek
➡️ Phrase and clause কাকে বলে?
Note : আমরা প্রথমে Clause নিয়ে আলোচনা করব।
Clause : Clause হলো এমন শব্দগুচ্ছ যার মধ্যে অবশ্যই একটি Finite verb থাকবে। যেমন- Malek gave me a chair which was made of gold.
➡️ clause তিন প্রকার :
1) principle clause.
2) subordinate clause
3) Coordinate clause.
👉 আমাদেরকে বিশেষ ভাবে মনে রাখতে হবে যে, principle and subordinate clause ব্যবহার হয় Complex sentence এ।
👉 Co ordinate clause ব্যবহার করা হয় Compound Sentence এ। যেমন - I went to school but he went to market.
Note : Co ordinate clause সব সময় or, and, but (Compound মার্কা ) থাকবে।
➡️ Subordinate clause তিন প্রকার যথা -
1) Noun clause 2) Adjective clause. 3) Adverbial clause. Note : পরীক্ষায় কিন্তু এই তিনটা clause থেকে প্রশ্ন আসবে।
➡️ Noun clause : যে clause Noun এর মত কাজ করে তাকে Noun clause বলে।
Note : বলছে Noun এর মত কাজ করে তার মানে Noun এর ব্যবহারের সাথে মিল থাকার কথা।
➡️ বাক্যে Noun clause নির্ণয়ের টেকনিক।
1. Clause এর প্রথম Verb টিকে it দ্বারা রিফলেস করা গেলে তা Noun Clause. (Transitive verb এর object হিসেবে Noun clause হয়)যেমন- I know that he passed. (এখানে Know এর পর it দিয়ে দেখুন অর্থ পূর্ণ বাক্য হচ্ছে তাই এটা Noun clause.) He doesn't know where he lives.
2. Preposition এর পর যে clause আসুক আপনি চোখ বন্ধ করে Noun Clause বলবেন। Prepisition এর পর Noun clause হয়। যেমন- It depends on what you really want.
3. Pronoun এর Object form এর পর Noun clause হয়। যেমন- Tell me where she lives.
4. Adjective এর পর কোনো Clause আসলে তা Noun Clause. যেমন- I am sure that he will be a BCS cader.
5. Am/is/ are/was/were এর আগে বা পরে যদি কোনো clause আসে তা Noun clause. Note : একক ভাবে আসতে হবে। যেমন- That he is honest is known to us.
6. যে কোনো Verb এর আগে যদি কোনো clause আসে তা Noun clause. যেমন- When he leaves the country seems to be a vital question.
➡️ Adjective clause: যে clause Adjective এর মত কজ করে তাকে Adjective clause বলে।
Note: Adjective clause পাড়তে হলে বাক্যে Adjective এর অবস্থান বুঝতে হবে।
➡️ Adjective clause নির্ণয়ের টেকনিক:
1. Noun এর পর Adjective clause হয়।
যেমন- This is the person who loves me.
This is the place where I was born.
The man who came here is my brother.
Note: পরীক্ষায় Adjective clause এতো বেশি আসেনা। তবে Noun এবং Adverbial clause বেশি আসে।
➡️ Adverbial clause : যে clause Adverb এর মত কাজ করে তাকে Adverbial clause বলে। Note : পরীক্ষায় বেশি আসে adverbial clause.
➡️ Adverbial clause নির্ণয়ের টেকনিক:
1. As/ since / though / although / if / where/ wherever / when/ while / after/ before/ so that/ Till/ untill/ unless, দ্বারা কোনো clause শুরু হলে তা Adverbial clause. যেমন- If you came, I shall go.
2. Verb এর পরে যে clause আসবে তা Adverbial clause. যেমন- I shall go where he lives. You may go wherever you like.
➡️ কিছু উদাহরণ দেখি-
1. I know the boy who will win. ( adj clause) [ Who will win এটি adjective clause হওয়ার কারণ হচ্ছে, clause পূর্বে boy, noun তাই]
2. Though he is poor, he is honest. (Adverbial clause)
3. Teel me who did it. (Noun clause)
4. This is the man who went there. (Adjective clause)
5. I know where he lives. (Noun clause)
6. The book which I bought is lost.(adjective clause)
বিঃদ্র- যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমাদের সাথে যোগাযোক করুন। ( ইনশাআল্লাহ চেস্টা করব)।
➡️ Phrase : phrase হচ্ছে এমন একটি শব্দ গুচ্ছ যার মধ্যে কোনো finite Verb. থাকে না।
★ আমরা চার ধরনের phrase নিয়ে আলোচনা করব। যেমন
1. Noun phrase
2. Adjective phrase
3. Adverbial phrase
4. Prepositional phrase
➡️ Noun phrase : যে phrase Noun এর মতো কাজ করে তাকে Noun Phrase বলে। Noun phrase বাক্যের Subject or object হয়।
➡️ Noun phrase চেনার টেকনিক:
1. Be verb এর আগে বা পরে যদি কোনো phrase আসে তাহলে তা Noun phrase. যেমন- Dhaka is the capital city.
2. Article বা Determiner দ্বারা যদি কোনো Phrase শুরু হয় তা Noun phrase. যেমন- My father is a man of letter.
3. Preposition এর পর Noun phrase বসে।যেমন- The come to new home.
4. Adjective দ্বারা কোনো phrase শুরু হলে তা Noun phrase. যেমন- The criminal got capital punishment.
➡️ Adjective phrase : যে phrase Adjective এর মত কাজ করে তাকে Adjective phrase বলে।
➡️ Adjective phrase এর ব্যবহার :
1. Noun এর আগে ও পরে Adjective Phrase বসে।যেমন- He is a man of noble principles.
➡️ Adverbial phrase : যে phrase Adverb এর মতো কাজ করে তাকে Adverbial phrase বলে। Noun/ pronoun ছাড়া সকলে মুডিফাই করে।
➡️ Adverbial phrase নির্ণয়ের টেকনিক:
1. Verb এর পরে Adverbial phrase বসে। যেমন- He lives in the suburb of Dhaka
➡️ prepositional phrase :[preposition + ---------+ preposition] যেমন- Malek stood in front of me.
আরও পড়ুন
1) Infinitive
2) Articles
4) Group verb