★ Conjunctions বর্তমান প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য একটি কমন টপিক। আমরা এই টপিক টাকে গুরুত্ব দিয়ে না পড়ার কারনে পরীক্ষা হলে গিয়ে সঠিক ভাবে Conjunction ব্যবহার করতে পারিনা।
★ Conjunction: Conjunction দুইটি শব্দ বা দুইটি বাক্য বা কখনো একটি শব্দ ও একটি বাক্যাংশকে যুক্ত করতে ব্যবহার হয়।
➡️ A Conjunction is a word used for joining -
1. One word to another word.
2. One word to a clause.
3. One sebtence to another sentence.
★ Note : একই ধরনের বিষয় বা ধারনাকে and দ্বারা যুক্ত করতে হয়। যেমন- He is strong and brave.
★ Note : বিপরীত ধরনের বিষয় কে but দ্বারা যুক্ত করতে হয়। যেমন- He is weak but brave.
★ এটি বা ওটি এমন বুঝাতে or ব্যবহার করতে হয়। যেমন - Do or die.
★ Correlative Conjunction : কতগুলো conjuction আছে যা জোড়ায় জোড়ায় বসে তাকে Correlative Conjunction বলে। যেমন - Both--- and, either ---or, neither ----- nor, not only ----- but also, So---- that, no sooner ---- than. যেমন-
He is so weak that he cannot walk.
He is both wise and good.
He must either work or go.
He is both a fool and a knave.
Note: because, till, until, but, for, after, before, provided, than, since এগুলো বাক্যে থাকলে সাবধানতার সাথে উত্তর করতে হবে, কারণ এরা preposition ও হয়। চমক অংশে আলোচনা করা হয়েছে।
★ Conjunctions কত প্রকার?
Conjunction দুই প্রকার। যথা- 1) Co - ordinate Conjunctin. 2) Subordinating conjunction.
★ Coordinate conjunction আবার চার ধরনের। যথা-
1) Cumulative [ and, both -- and, as well as etc]
2) Alternative Conjunction [ or, either -- or, neither -- nor etc]
3) Adversative conjunction. [ but, yet, still etc]
4) Illative conjunction. [ so, therefore etc]
★ Subordinating Conjunction : Subordinating conjunction denote time, place, cause, effect, purpose, condition. যেমন-
1. He said that he would go.
2. I will go, if you come.
3. Though he is poor, he is honest.
4. He cannot go out because he is ill.
5. I am ill, I cannot go out.
6. Wait till the train stops.
7. Work hard lest you should fail.
➡️ চমক অংশ
Perpositon ও Conjunction এর পার্থক্য না বুঝলে পরীক্ষার হলে কাপা কাপি ছুটবে।
➡️ preposition : preposition সব সময় Noun, Noun pharse, Pronoun এদের পূর্বে বসে।
Note : মাজে মাজে এমনও হতে পারে, pronoun + preposition + adjective. যেমন -
1. The problem is anything but easy.
2. There was no one there but him.
3. I din not tell anyone but my sister.
4. I have received replies from everybody but Jane.
5. Everyone was there but him.
➡️ Conjunction : আমাদের কে বিশেষ ভাবে মনে রাখতে হবে যে, Conjunction একই ধরনের দুইটি parts of speech কে যুক্ত করে। যেমন -[Noun + Conj + Noun; Adj + Conj + adj] যেমন-
1. He is weak but brave.
2. He is sad but hopeful.
3. He is taller than I.[ than কিন্তু এখানে Conjunction]
Note: because, till, until, but, for, after, before, provided, than, since এগুলো বাক্যে থাকলে সাবধানতার সাথে উত্তর করতে হবে, কারণ এরা preposition ও হয়।
➡️ কয়েকটি Example দেখি :
1) we shouldn't spend more than we earn. [ এখানে than Conjunction ]
2. I am taller than my dad. [ এখানে than preposition ]
3. He was three years older than I. [ এখানে than conjunction ]
4. I am older than her.
5. I like it because reasons. [because,preposition]
6. Didn't finish it because lazy [because preposition]
7. They are here because of us. [because preposition]
Note : pronoun এর object form এর পূর্বে বসলে তা preposition হবে।
আরও পড়ুন
1) preposition