বন্ধুরা আজকে আমরা Transformation sentence এর Simple, complex and compound নিয়ে আলোচনা করব।
➡️ Simple complex And compound Sentence খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। চাকরির পরিক্ষা সহ নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেনির জন্য কমন একটি টপিক।
➡️ দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে Simple complex and Compound শিখব।
মূল আলোচনায় যাওয়া যাক
★ Simple Sentence ( সরল বাক্য) : যে বাক্যে একটি subject ও একটি Finite verb থাকে তাকে Simple sentence বলে। যেমন - Abdul Malek is a rich man.
★ Compound sentence ( যৌগিক বাক্য) : Compound sentence হলো দুই বা ততোধিক Simple sentence এর সমষ্টি, যারা সবাই Co ordinate conjunction দ্বারা যুক্ত থাকে। যেমন - I went home and found my father ill.
★ Complex sentence ( জটিল বাক্য) : দুই বা ততোধিক simple sentence যুক্ত হওয়ার পর একটি clause এর ওপর অন্য clause গুলো নির্ভরশীল হলে তাকে Comolex Sentence বলে। যেমন - I know where he lives.
➡️ Complex to Simple
Sct 1: When/ since / as যুক্ত বাক্যকে simple করতে হলে V+ing ব্যবহার করতে হবে। যেমন -
1) When I saw the tiger, I ran away in fear.
Ans: Seeing the tiger, I ran away in fear.
2) As he was poor, we helped him.
Ans: He being poor, we helped him.
Src 2: Though/ Although যুক্ত বাক্যকে simple করতে হলে In spite of / Dispite ব্যবহার করতে হবে। যেমন -
1) Though he was enough money, he wants more.
Ans: In spite of his being enough money, he wants more.
2) Though Cricket is a costly game, pepole of all classes enjoy plying it.
Ans: In spite of being a costly game, pepole ao all classes enjoy plying cricket.
Stc 3: If + Affirmative যুক্ত বাক্যকে Simple করতে হলে by+ v+ ing ( Gerund) ব্যবহার করতে হবে। যেমন-
1) If we read books, we can enrich our minds.
Ans: By reading books, we can enrich our minds
2) If you read more, you can pass in the Exam.
Ans: By reading more, you can pass in the Exam.
Stc 4: If + Negative যুক্ত বাক্যকে Simple করতে হলে Without + v+ing ব্যবহার করতে হবে।যেমন -
If you don not read books, You can not pass in the Examination.
Ans: Without reading books, you can not pass in the Examination.
Stc 5: so-----that থাকলে Simple করার সময় too---to বসাতে হবে। যেমন -
Malek is so intelligent that he can get GPA5.
Ans: Malek is too intelligent to get GPA 5
Stc 6: so that থাকলে Simple করার সময় to বসাতে হবে।যেমন -
We should read books so that we can gain knowledge.
Ans: we should read books to gain knowledge.
Stc 7: Subject + Relative pronoun + Verb থাকলে Simple করার সময় Subject +verb+ ing+ বাকি অংশ। যেমন-
1) pepole who live in the villages are farmers.
Ans: pepole living in the villages are farmers.
2) People who live below the poverty line lead a miserable life.
Ans: people living below the poverty line lead a miserable life.
stc 8: Subject + Relative pronoun + Verb + Adjective + other যুক্ত বাক্যকে Simple করতে হলে Articles + Adjective + Subject + Adjective এর পর থেকে বাকী অংশ।
যেমন - The people who are greedy are responsible for price spiral.
Ans: The greedy people are responsible for price spiral.
Stc 9: It + Be verb + Subject + Relative pronoun + other যুক্ত বাক্যকে Simple করতে হলে It + be verb + Relative pronoun বাদ যাবে এবং বাকি অংশ বসে। যেমন 1) It is health which is wealth.
Ans: Health is wealth
2) It is Cox's Bazar which is the longest sea - beach in the world.
Ans: Cox's Bazar is the longest sea - beach in the world.
Stc 10: when দ্বারা সময় / ঋতু বুঝালে Simple করতে হলে During বসে। যেমন -
1) When it is summer, it becomes emaciated.
Ans: During summer, it becomes emaciated.
Note 1: দুইটি clause এর subject একি হলে প্রথম Clause এর subject বাদ যাবে। আমাদেরকে মনে রাখতে হবে যে complex থেকে simple করতে হলে সব সময় প্রথম clause এর কাজ করতে হবে। ২য় Clause টি অপরিবর্তিত থাকবে।
Note 2: In spite of এর পর Shbject এর possessive form বসে।
Note 3: am/ is / are/ was / were এর পরিবর্তে being এবং Have / has / had এর পরিবর্তে Having বসে।
Note 4: to এর পর Subject এবং Auxiliary / Model Auxiliary বসে না।
➡️ Complex to Compaund
Stc 1: when/ since / as যুক্ত বাক্যকে Compound করতে হলে কমার স্থানে And হবে। When / since / as বাদ যাবে। যেমন -
1) when I saw the tiger, I ran away in fear.
Ans: I asw the tiger and I ran in fear
2) When it is summer, it becomes emaciated.
Ans: it is summer and it becomes emaciated.
Stc 2: Though / Although যুক্ত Compound করতে হলে কমার স্থানে but হবে। Though / Although বাদ যাবে।
যেমন -Though he was enough money, he wants more.
Ans: he was enough money but he wants more.
stc 3: If + Affirmative যুক্ত বাক্যকে Compound করতে হলে কমার স্থানে and হবে। If বাদ যাবে। যেমন -
1) If we read books, we can enrich our minds.
Ans: read books and we can enrich our minds.
stc 4: If + Negative যুক্ত বাক্য়কে Compound করতে হলে কমার স্থানে or হবে। If + Negative form বাদ যাবে। যেমন - If you don not read books, You can not pass in the Examination.
Ans: read books or You can not pass in the Examination.
➡️ Simple to complex
Stc 1: perticiple যুক্ত বাক্যকে Complex করতে হলে When / since / as ব্যবহার করতে হবে। সময় বুঝালে when আর কারণ বুঝালে since / as বসে।
যেমন - Reaching home, I found my Mother ill.
Ans: when I reached home, I found my Mother ill.
Stc 2: because of যুক্ত বাক্যকে Complex করতে হলে Since/ as ব্যবহার করতে হবে। যেমন -
Because of his honesty, he was rewarded.
Ans: Since he was Honesty, he was rewarded.
Stc 3: In, on, at যুক্ত বাক্যেকে Complex করতে হলে Subject + verb + in/on/to + Object + When + Subject + Auxiliary + Other. যেমন -
Malek went to Bandarban at eight.
Ans: Malek went to Bandarban when he was eight.
Stc 4: Subject + Verb + Object + present participle যুক্ত বাক্যে Complex করতে হলে Subject + verb + Object + Relative pronoun + To be verb + Present participle + other.
যেমন - I saw a bird flying in the sky.
Ans: I saw a bird which was flying in the sky.
Note : ব্যতিক্রম - Subject + verb + that/ when + Object এর subject + be verb + present participle.
যেমন - I saw him going to the field.
Ans: I saw that he was going to the field.
Read More
3) Group verb
4) Voice change