➡️ আজকে আলোচনার বিষয় হচ্ছে WH Question.
★ WH question NU এর অনার্স ২য় ও ডিগ্রি ৩য় বর্ষের ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক। একটু সচেতন হলে WH question এ পাঁচে পাঁচ পাওয়া যাবে।
★ নিয়োম মনে রাখার সহজ উপায় হচ্ছে বেশি বেশি Example প্রেক্টিস করা।
WH Question
★ প্রথমে আমরা কিছু Auxiliary Verb সম্পর্কে ধারণা নেই।
★ Be verb: am,is, are, was, were.
★ have verb : have, has, had.
★ Do verb : do, did, does.
★ Model Auxiliary : Can, Could, may, might, will, would, shall, should.
★ present Indefinite tense এর ক্ষেত্রে Auxiliary verb হবে Do/ Does.[ verb+ s/ es হলে does হবে] যেমন -
1) whom do you want?
2) What does Rini sing well?
★ past indefinite tense এর ক্ষেত্রে Auxiliary verb হবে did. [ সাধারণত শব্দের শেষে ed, t, d, en,ne থাকলে তা v2,) যেমন - Who did you go with?
👉 নিচের নোট গুলো গুরুত্বপূর্ণ।
Note: Singular verb : am,is, has, was, v+s/es
Note: plural verb : are,were, have.
Note: Singular subject : I, He, she, it, Noun.
Note: plural Subject: you, we, they, Noun+s.
Note: singular subject এর পর singular verb হবে। plural subject এর পর plural Verb হবে।
👉 WH question তৈরির সাধারণ একটা নিয়োম হচ্ছে - WH question + Auxiliary + Subject + verb + others +? যেমন -
1) Wht is your Name?
2) whom do you want?
3) Who has been reading in this school for five years?
★ WH question কে প্রশ্ন বোধক শব্দ বলা হয়। যে সকল শব্দের শুরুতে W ও H থাকে তাকে WH question বলে।
★ উৎস অনুসারে WH question তিন প্রকার :
1) Interrogative pronoun : Who, which, waht, Whom, whoes.
2) Interrogative Adjective : What, which.
3) Interrogative Adverb : When, why, How, where.
★ WH Word গুলো বাক্যে Subject, Object, Determiner এং Complement হিসেবে ব্যবহার হয়। যেমন -
Rini sings a song well.
1) এখানে Subject Rini এর পরিবর্তে WH Question Who বসিয়ে - Who sings a song well?
2) Object a song এর পরিবর্তে WH Question What বসিয়ে - What does Rini sing well?
3) Complement এর পরিবর্তে WH question How বসিয়ে - How does Rini sing a song?
Note : উক্ত আলোচনা থেকে এটা বুঝা যায় যে একটি Aesertive sentence দিয়ে একাধিক WHquestion হতে পারে। তিনটি WH question বঝতে পারলে WH question আপনার জন্য পানি।
Use of Who ( কে)
★ Who সাধারণত ব্যক্তি বাচক Subject এর পরিবর্তে বসে। [ stc: Who+ v+ object +? ]
যেমন-
★ Who দিয়ে object কে প্রশ্ন করলে [ Stc: who + Auxiliary verb + Subject + verb + object +? যেমন -
1) I went with my elder brother.
Ans: Who did you go with?
Use of whom ( কাকে)
★ ব্যক্তিবাচক object কে প্রশ্ন করতে Whom ব্যবহৃত হয়। [ Stc: Whom + Auxiliary verb + subject + verb +.......... +? যেমন -
1) He met the president there.
Ans: Whom did he meet there?
2) The pen belongs to Rini?
Ans: Whom does the pen belong to?
Use of whose
Note: possessive Object/ subject এর পরিবর্তে whose ব্যবহৃত হয়।
★ Use of whose as a subject : এ ক্ষেত্রে personal Subject থাকবে না। যেমন -
1) This is malek's pen.
Ans: whose pen is this?
★ Use of whose as a object : এ ক্ষেত্রে personal subject থাকে। যেমন-
1) Rini is Riding Rusian car.
Ans: whoes car is Rini riding?
Use of what ( কী/কি)
★ Sentence এর main verb যদি be verb হয়, তবে what দ্বারা Question এর নিয়োম-
Stc: what + be verb + subject + --------. যেমন-
1) His name is malek.
Ans: what is this name?
★ Sentence এ be verb. না থাকলে What দিয়ে প্রশ্ন করার নিয়োম-
👉 Stc: what + Auxiliary verb + subject + verb + ---------?. যেমন-
1) I like to drink coffee and tea.
Ans: what do you like to drink?
★ what যদি Subject এর পরিবর্তে বসে তাহলে নিয়োম হবে -
👉 Stc: What + main verb + object. যেমন-
1) This made him sad.
Ans: what made him sad?
Use of which ( কোনটি)
Note: Singular subject or object এর পরিবর্তে Which বসে।
★ object এর পরিবর্তে Which বসলে নিয়োম হবে -
Stc: Which + Noun + Auxiliary + Subject + Verb + ----------?
যেমন - I want this boy.
Ans: Which boy do you want?
Note: সাধারণত Object এর বিশেষভাবে নির্দিষ্ট Noun কে প্রশ্ন করতে which বসে।
★ Subject এর পরিবর্তে which বসলে নিয়োম হবে -
stc: which + noun + verb + object. Or, which + verb+ object. যেমন-
1) The padma abounds with Hilsha fish.
Ans: which river abound with Hilsha fish?
2) Honesty is tbe best policy.
Ans: which is the best policy?
Use of Why ( কেন)
★ কোনো কারণ জানার জন্য why দিয়ে প্রশ্ন করা হয়।
stc: why + Auxiliary + Subject + verb + ---------
1) He is proud of his son.
Ans: why is he proud?
Note: বাক্যে যদি infinitive, because, for, of, so that, ইত্যাদি থাকলে why দ্বারা প্রশ্ন করতে হয়। যেমন-
1) My brother came to see me.
Ans: why did your brother come?
Use of How ( কেমন)
★ কেমন / কিভাবে / কেমন করে প্রভৃতি অর্থ প্রশ্ন করতে How বসে।
Stc: How + Auxiliary + Subject + verb + -----------. যেমন-
1) They come to College by bus.
Ans: How do they came to College?
2) I am well.
Ans: How are you?
★ পরিমান নির্নয়ে Affirmative sentence এ How many/ How much বসে। যেনন-
1) Rini sold five book.
Ans: How many books did Rini sell?
★ আরো জানতে ক্লিক করুন:
1) Tense কাকে বলে? Tense কত প্রকার ও কী কী? বাংলায় Tense শেখার কৌশল।
২) Voice কাকে বলে? Active to passive.
3) parts of speech নির্ণের টেকনিক।